আফগান শরণার্থীদের জন্য ৫০০ মিলিয়ন ডলার বা ৫০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আফগানিস্তান পরিস্থিতির কারণে শরণার্থী, যুদ্ধে ক্ষয়ক্ষতির শিকার বা ঝুঁকিতে থাকা অন্য ব্যক্তিদের অভিবাসন ও সহায়তায়’যুক্তরাষ্ট্রের জরুরি শরণার্থী তহবিল ব্যবহারের বরাদ্দ দিয়েছেন বাইডেন।
বিবৃতিতে জানানো হয়েছে, এই তহবিল আন্তর্জাতিক সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান, সরকারি দফতর ও এজেন্সিগুলোর মাধ্যমে ব্যবহার করা হবে।
আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে বাইডেনের দাবির কয়েক ঘণ্টার মধ্যেই তহবিল বরাদ্দের এই খবর জানা গেল।
সূত্র: বিডি প্রতিদিন