গাজীপুরের কালিয়াকৈরে প্রশাসনের হস্তক্ষেপে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
গতকাল সোমবার উপজেলার বোয়ালী ইউনিয়নের পাবুরিয়া চালা এলাকায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
ইউএনও বলেন, তিনি জানতে পারেন স্থানীয় আলতাব হোসেনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। এরপর সেখানে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিই। পরে মেয়েটির বাবা ১৮ বছরের আগে মেয়ে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহমদ রেজা আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সিএ নুরুজ্জামান, স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা।
সূত্র: বিডি প্রতিদিন