চাঁদপুর জেলা বিএনপির দুই শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান এবং জেলা বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারী।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সফিকুজ্জামানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১৭ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে চাঁদপুর শহরের বিটি রোডস্থ তার বাসা থেকে তাকে আটক করা হয়।
অন্যদিকে নতুন বাজার এলাকা থেকে চাঁদপুর জেলা বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিদ্যুতের একটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
চাঁদপুর জেলা বিএনপির র্শীষ নেতা দেওয়ান সফিকুজ্জামানকে আটকের পর ওই দিন রাতে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়। বুধবার সকালে তাকে চাঁদপুর সদর মডেল থানায় আনা হয়েছে। বর্তমান তিনি থানা হেফাজতে রয়েছেন। তবে তাকে আটকের কারণ এখনো জানায়নি ডিবি পুলিশ ও থানা পুলিশ।
অপদিকে চাঁদপুর মডেল থানার এসআই শহীদুল্লাহ বিএনপি নেতা ওয়াসিম পাটওয়ারীর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় গত ১৬ আগস্ট তাকে আটক করে আদালতে উঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনর্চাজ আব্দুর রশিদ বলেন, ওয়াসিম পাটওয়ারীর বিরুদ্ধে বিদ্যুতের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।
সূত্র: নয়াদিগন্ত