আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদের লোকজন জাতীয় পতাকা না বদলানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে তালেবানের সংঘর্ষ সৃষ্টি হলে গুলিতে দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাসিন্দাদের একটা মোটামুটি সংখ্যক লোক এ বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারীরা শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা তালেবানের ব্যানার সরিয়ে সেই স্থানে পুনরায় জাতীয় পতাকা উত্তোলন করে। এ নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে দুই ব্যক্তি নিহত এবং আরো দুজন আহত হয়েছে।
এদিকে বিবিসির খবরে প্রকাশ, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের রাস্তায় মানুষের বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
বিক্ষোভকারীরা আফগানিস্তানের জাতীয় পতাকা পরিবর্তন না করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছে।
মঙ্গলবার অন্যান্য এলাকা থেকে একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে।
কোনো কোনো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যেখানে মানুষ জড়ো হয়েছে সেখানে গুলি ছোঁড়া হয়েছে।
সূত্র: যায়যায়দিন