নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহাগ নামে এক শিশুকে অপহরণের অভিযোগে ৫ কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার ফতুল্লা মডেল থানায় শিশুর মা হাজেরা বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর প্রসেনজিত (১৫) ও আব্দুল মজিদ (১৫) নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত সোহাগ (১২) ফতুল্লার দেওভোগ মাদরাসা এলাকার হাসেমবাগের করিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত শহিদুল ইসলাম ও হাজেরা বেগমের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, হাজেরা বেগম ১৫ আগস্ট সকাল ৯ টায় ছেলে সোহাগকে বাসায় রেখে হোসিয়ারী কারখানায় কাজে চলে যান। এদিন বেলা ১১টায় একই এলাকার প্রসেনজিত, আব্দুল মজিদ, বিল্পব, স্বপন ও মুন্না কৌশলে ফুঁসলিয়ে অপহরণ করে সদরের ডিক্রিরচর গুদারাঘাটে নিয়ে যায়। সেখানে তাদের সঙ্গে সোহাগকে ধলেশ্বরী নদীতে গোসল করতে দেখেন অনেকেই। এরপর থেকে সোহাগ নিখোঁজ। একই সঙ্গে ওই কিশোররাও আত্মগোপন করেছে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সোহাগকে অপহরণ করা হয়েছে। তবে কি কারণে অপহরণ করা হয়েছে, তা জানতে এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
সূত্র: বিডি প্রতিদিন