সময়টা খুব একটা ভালো না। করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আমি নিজেও টিকা নেয়ার পরও করোনা পজিটিভ হয়েছি। তাই মধ্যে বিশ্রামে ছিলাম, কাজ করিনি। চলতি মাসের ৬ তারিখ থেকে কাজে ফিরেছি। তবে আগের মতো অনেক কাজ করছি না। বেছে বেছে টিভি অনুষ্ঠান করছি, গান রেকর্ডিং করছি। এভাবেই নিজের চলতি ব্যস্ততা প্রসঙ্গে বলছিলেন জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী।
ঈদের পর বিরতিতে ছিলেন তিনি। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ফিরেছেন গানে। টিভি পর্দার বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। টুকটাক করে কাজে ফিরছেন। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? এ গায়িকা বলেন, করোনায় আক্রান্ত হবার পর বিশ্রামে ছিলাম পুরোপুরি। এখন অবস্থা আগের থেকে বেশ ভালো। শরীর দূর্বল, তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। এখন কি কাজ করছেন? বেলী বলেন, বিশেষ করে টিভি অনুষ্ঠানগুলো করছি। বৈশাখী টিভিতে লাইভ করলাম। ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে বিটিভিতে অনুষ্ঠান করেছি। সামনেও কিছু কাজ রয়েছে চ্যানেলে। নতুন গানের কি খবর? এ শিল্পী বলেন, এখন অবস্থা আসলে অনুকূলে নেই। করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
বেশ কিছু গান তৈরি হয়ে আছে। তবে সেগুলোতে কন্ঠ দেয়া হয়নি। এরমধ্যে ফোক ও রাধারমনের গান রয়েছে। পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে টানা কন্ঠ দেবো গানগুলোতে। স্টেজ শো তো বন্ধ রয়েছে। গান প্রকাশও এখন কম হচ্ছে। ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? এ গায়িকা বলেন, ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়। কারণ স্টেজ হলো শিল্পী-মিউজিশিয়ানদের মূল জায়গা। সেটাই তো বন্ধ হয়ে আছে দেড় বছর ধরে। অনেকেই খুব মানবেতর জীবন-যাপন করছেন।
বিশেষ করে ছোট ছোট গানের দল, সংগঠনগুলো ভালো নেই। যারা স্টেজের ওপর নির্ভর সেসব শিল্পী-মিউজিশিয়ানরা খুব কষ্টে আছে। এ অবস্থা থেকে উত্তরনেরও আপাতত পথ নেই। কারণ করোনা সহসাই দূর হবে বলে মনে হচ্ছে না। দোয়া করি যেন এ অবস্থার অবসান হয়। না হলে শিল্পী-মিউজিশিয়ানদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে সামনে।
সূত্র: মানবজমিন