কথা নয় বরঞ্চ কাজ দিয়ে তালেবানকে বিচার করবে বৃটেন ও যুক্তরাষ্ট্র। এ নিয়ে একটি সমন্বিত কৌশল ঠিক করতে অন্য রাষ্ট্রের সঙ্গে কাজ করবে এই দুই দেশ। তালেবান কীভাবে আফগানিস্তান পরিচালনা করছে তার ওপরই নির্ভর করবে তাদেরকে কীভাবে দেখা হবে। এ নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার পার্লামেন্টে বলেন, তালেবান শাসকরা কি উপায় বেছে নেয় এবং কি পদক্ষেপ গ্রহণ করে তা দিয়েই আমরা তাদের বিচার করবো, তাদের কথা দিয়ে নয়। আমরা দেখব, সন্ত্রাসবাদ, অপরাধ ও মাদক ব্যবসার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি আর সেই সঙ্গে মানবিকতা ও নারী শিক্ষার বিষয়ে তাদের কাজ। এ খবর দিয়েছে ভয়েজ অব আমেরিকা।
এর আগে মঙ্গলবার বৃটিশ প্রধানমন্ত্রী ফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়, মিত্রদের মধ্যে অব্যাহত ভাবে ঘনিষ্ঠ সমন্বয় করা হবে।
সন্ধ্যা ঘনিয়ে এলেই সাজগোজ করে বের হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী
একইসঙ্গে আফগানিস্তান বিষয়ক নীতিতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করা হবে। তা ছাড়া ঝুঁকির মুখে পড়ে যাওয়া আফগান ও আফগান শরনার্থীদের মানবিক সাহায্য ও সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করা হয়। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তারা আগামি সপ্তাহে জি-সেভেনের বৈঠক অনুষ্ঠানের বিষয়েও সহমত পোষণ করেন।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান সংবাদদাতাদের মঙ্গলবার বলেন আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানের কাছে আশা করে যে তারা মৌলিক মানবাধিকার এবং জনগণের মর্যাদার বিষয়ে তাদের দায়িত্ব পালন করবে।
সূত্র: মানবজমিন