ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতকে চলতি বছরের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রির কিছু পরীক্ষা করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এসব পরীক্ষা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এছাড়া বিভিন্ন বর্ষের ফরম ফিলাপ হয়েছে এমন পরীক্ষাগুলোর রুটিনও দুয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে। যত দ্রুত সম্ভব সকল পরীক্ষা শেষ করা হবে।’
সূত্র: নয়াদিগন্ত