শিশুশিল্পী থেকে নায়িকা। এরই মধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রেও। বলছিলাম, প্রার্থনা ফারদিন দীঘির কথা।
তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ স্কুল ও কলেজে প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন সংবাদে দারুণ খুশি দীঘি। তার ভাষ্য, ‘এটা তো নিশ্চয়ই গর্বের। আমরা কেউ ভাবতে পারিনি এটি এত দূর যাবে।’
এদিকে, লকডাউনের পর আবার কাজে ফিরছেন দীঘি। আগামী মাস থেকে পুরোদমে শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘লকডাউনে টানা অনেকদিনই বাসায় ছিলাম। অনেক কাজই পিছিয়ে গেছে। আল্লাহ যদি চায়, সামনের মাস থেকে কাজ শুরু করবো। হাতে বেশ কিছু কাজ জমে আছে। কোন কাজটা আগে শুরু করব, তা এখনো নিশ্চিত না।’
‘শেষ চিঠি’ নামে একটা ওয়েব ফিল্ম করেছিলেন। তার খবর কী? দীঘি বলেন, ‘এর পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই শেষ। এটাও লকডাউনের কারণে আটকে ছিল। আশা করি, খুব শিগগিরই মুক্তির তারিখ জানাতে পারবো।
সূত্র: আমাদের সময়.কম