আফগানিস্তানে সশস্ত্র বিরোধী জোটের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবারের ওই সংঘর্ষে ৩০ তালেবান সদস্য নিহত হয়েছেন।
এছাড়া তালেবানের ২০ জনকে বন্দি করেছে বিরোধী জোট। সেই সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের তিনটি জেলা থেকে তালেবানের দখলমুক্ত করেছেন তারা।
স্থানীয় তালেবান বিরোধী নেতাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
এক সাক্ষাৎকারে স্থানীয় তালেবান বিরোধী নেতারা দাবি করেছেন, তারা রাজধানীর ১০০ মাইল উত্তরে বাঘলান প্রদেশের জেলাগুলো দখল করেছেন এবং ৩০ জন যোদ্ধাকে হত্যা ও ২০ জনকে বন্দি করেছেন।
তালেবানের সঙ্গে এই সংঘাতে সাবেক সামরিক সদস্যরাও যোগ দিয়েছিলেন বলে দাবি করেছেন তারা।
অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে, সরকারি ভবনের ওপরে তালেবানদের সাদা পতাকার পরিবর্তে লাল-সবুজ-কালো সম্বলিত আফগান জাতীয় পতাকা টানানো হয়েছে।
সিদ্দিকুল্লাহ সুজা (২৮) নামের এক সাবেক আফগান যোদ্ধা, যিনি শুক্রবারের সংঘাতে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, তালেবান যোদ্ধাদের সাঁজোয়া যান ছিল, কিন্তু মানুষ তালেবান যোদ্ধাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং তাদের তাড়িয়ে দেয়।
তিনি বলেন, আমরা বেঁচে আছি। আমরা কখনই তালেবান শাসন মেনে নেব না।
সূত্র: যুগান্তর