রাশিয়ার মস্কোর একটি মসজিদ থেকে ৬০০ মুসলিমকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়েছে বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে। এদিকে আটকের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস।
আটকের বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার আইনজীবী লিদিয়া আনোসোভা জানান, মস্কোর কোতেলনিকি জেলার একটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুক্রবার বিকেলে ৬০০ মুসলিমকে আটক করা হয়। সেখান থেকে তাদের লায়ুবার্টসি থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাও জানা যায়নি।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের মস্কোর আঞ্চলিক একজন প্রশাসক জানিয়েছেন, আটকের বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া যাদের আটক করা হয়েছে তাদের নজরদারিতে রাখা হবে।
সূত্র: আমাদের সময়.কম