নতুন মৌসুমে ঘরের মাঠে শনিবার রাতে মাঠে নামে লিভারপুল। প্রতিপক্ষ ছিল বার্নলি। ১৭ মাস পর অ্যানফিল্ডে দর্শকরা প্রবেশের সুযোগ পেয়েছিলেন। নিজেদের দর্শকদের হতাশ করেননি অলরেডরা, বার্নলির বিপক্ষে জয় তুলে নিয়েছে ২-০ গোলে।
ঘরের মাঠে বার্নলির বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি লিভারপুল। ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় সালাহ-মানেরা। এ সময় ডানদিক থেকে কোস্তাসের ক্রস ডি বক্সের মধ্যে খুঁজে পায় দিয়েগো জতার মাথা। তিনি হেড নেন। বার্নলির গোলরক্ষক নিক পোপকে পরাস্ত করে বল জালে জড়ায়।
অবশ্য ২৭ মিনিটের মাথায় বাম পায়ের শটে বল জালে জড়িয়েছিলেন মোহাম্মদ সালাহও। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। পরে ম্যাচের ৬৯ মিনিটে সাদিও মানের গোলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এটা ছিল লিভারপুলের দ্বিতীয় জয়। অন্যদিকে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হারলো বার্নলি।
সূত্র: বিডি প্রতিদিন