চাকরির আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ বছর করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী সংগঠন জাতীয় যুব জোট। আজ রবিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কয়েক বছর আগেই সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। কিন্তু প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। এর ওপর মহামারি করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। তাই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা দুই বছর বাড়ানো এবং করোনার কারণে আরও দুই বছর বাড়ানো উচিত। সবকিছু বিবেচনা করে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ বছর করা অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি।’
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক সৈকত ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাসান আকবর আফজল, সদস্য তছিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম ও বাংলাদেশ যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত খান।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন