সহকারী প্রধান শিক্ষক, ইংলিশ ভার্সন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ
Change the narrative style of the following text
Exercise-1
“Ratan, have you done your English lesson today?” asked the teacher. “Yes sir, I have done it. But I haven’t understood some grammatical points,” replied Ratan. ‘Where is the problem?’ said the teacher. “Let us try again.”
Answer 1
The teacher asked Ratan if he (R) had done his English lesson that day. Ratan respectfully replied in the affirmative and told him (T) that he (R) had done it/that. But feeling displeased he (R) told him that he (R) hadn’t understood some grammatical points. Then/again the teacher asked him (R) where the problem was. The teacher proposed to/suggested him (R) that they should try again.
Exercise-2
“We would like to go on an excursion. Can we have your permission, sir?” said the students. “Yes, you can arrange it after the examination is over. And you should choose a historical place for that,” replied the headmaster. “Thank you, sir.”
Answer 2
The students told the headmaster that they would like to go on an excursion and also respectfully asked him if they could have his permission. The headmaster replied in the affirmative and said that they could arrange that after the examination was over. He also added that they (s) should choose a historical place for that. The students respectfully thanked him.
Exercise-3
“My¸ sons, listen to me. A great treasure lies hidden in the land. I am going to leave it to you.” “How”ll we find it?” said the sons. “You must dig the land for it,” said the old man.
Answer 3
The old man told his sons to listen to him and said that a great treasure lay hidden in the land. He further said that he (o) was going to leave that to them (s). The sons asked the old man how they would find that. The old man told his sons that they had to dig the land for it.
Exercise-4
The man said to the manager, “May I come in, sir?” “Yes, come in. What do you want?” said the manager. “I want to open a bank account in your bank,” said the man. “Can you tell me how I can open a current account?”
Answer 4
Addressing the manager as sir the man asked him if/whether he might go in. He (manager) replied in the affirmative and told him to go in. He (m) also asked the man/him what he wanted. The man told/replied that he wanted to open a bank account in his bank. He again asked the manager if/whether he could tell him how he could open a current account.
রসায়ন
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
রসায়নের ধারণা
০১। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : আরবি
০২। আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো?
উত্তর : মিশরীয়
০৩। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে?
উত্তর : মিশরে
০৪। আলকেমি শব্দটি আরবি কী শব্দ থেকে উদ্ভূত?
উত্তর : আল-কিমিয়া
০৫। প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
উত্তর : আল-কেমি
০৬। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কী?
উত্তর : সেলুলোজ
০৭। ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রং করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর : ৫০০০ বছর পূর্বে
০৮। মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন
০৯। কাপড়কে আকর্ষণীয় করে তুলতে প্রায় ৫০০০ বছর পূর্বে কোথায় রঙের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর : ভারতবর্ষে
১০। মরিচা কী?
উত্তর : লোহা, অক্সিজেন ও পানির সৃষ্ট যৌগকে মরিচা বলে।
১১। কোন বিজ্ঞানকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়?
উত্তর : রসায়নকে
১২। সেলুলোজ জাতীয় পদার্থে আগুন জ্বালানোর ফলে কী পাওয়া যাবে? উত্তর : জলীয়বাষ্প
১৩। খ্রিষ্টপূর্ব ২৬০০ বছর পূর্বে মিশরীয়রা খনি থেকে কোন মূল্যবান ধাতু আহরণ করেন? উত্তর : স্বর্ণ
১৪। কেরোসিনের প্রধান উপাদান কী কী?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন
১৫। মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিষ্টপূর্ব কত বছর পূর্বে?
উত্তর : ২৬০০ বছর পূর্বে
১৬। আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে? উত্তর : প্রাচীন ও মধ্যযুগ
১৭। কাঠ, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম মূলত কী দিয়ে গঠিত? উত্তর : কার্বনের যৌগ
১৮। লোহার কোন যৌগ মরিচা নামে পরিচিত?
উত্তর : আর্দ্র অক্সাইড
১৯। আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কী?
উত্তর : কারণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয়।
২০। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে কোন পদার্থ ব্যবহৃত হয়? উত্তর : প্রিজারভেটিভস
২১। প্রিজারভেটিভস-এর গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তর : ০.১%
২২। মরিচার সংকেত লিখ। উত্তর : Fe₂O₃.nH₂O
২৩। কেরোসিনকে দহন করলে কী উৎপন্ন হয়?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপ
২৪। কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?
উত্তর : প্রাচীন মিশরীয় সভ্যতা
২৫। কাপড় তৈরির মূল উপাদান কী? উত্তর : তন্তু
২৬। জৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে জৈব যৌগ বলে।
২৭। অজৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন ব্যতীত অন্য সব যৌগগুলোকে অজৈব যৌগ বলে।
২৮। নাইট্রিক এসিড কোন ধরনের যৌগ?
উত্তর : অজৈব যৌগ
২৯। নিঃশ্বাসে গৃহীত অক্সিজেনের উৎস কী?
উত্তর : বায়ু