আফগানিস্তান এখন তালেবানদের দখলে। তাদের হাত থেকে বাঁচতে সেখান থেকে পালানোর চেষ্টা করছেন অসংখ্য মানুষ। ইতিমেধ্যে পালানোর সময় প্রাণও হারিয়েছেন অনেকে। তালেবান বাহিনী ক্ষমতা দখল করায় দেশটির নারী ও শিশুদের ভবিষ্যৎ ঘোর অশ্চিয়তার মধ্যে পড়তে যাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী মাহিকা শর্মা। নারীদের সম্মান করা শেখাতে তালেবানদের হাতে রাখি বেঁধে দেওয়ার কথা বলেছেন তিনি।
টুইটারে মাহিকা লিখেছেন, ‘তালেবানরা তাদের মা-বোন থেকে কখনও ভালোবাসা পায় না। সে জন্যই অপরাধীতে পরিণত হয়। যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না। আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কীভাবে নারীদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালেবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে।’
মাহিকার বলেছেন, ‘ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কীভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে আর আমি ওদের জন্য সরব হচ্ছি, ওদের গণতন্ত্রের জন্য। আফগান মানুষের জন্য সবার এক হওয়া উচিত আর তালেবানদের হাত থেকে বাাঁচানো উচিত।’
অন্য এক টুইটে মাহিকা লেখেন, ‘আফগান নারীদের বাঁচাতে আমি আসছি। তালেবানদের আমি ভাই বানাব আর রাখি পরাব। আর বোন হিসেবে ওদের মেরে মেরে শেখাব কী ভাবে মহিলাদের সম্মান করতে হয়। ওদের মা, কন্যা নেই। তাই ওরা অপরাধ করে। মোদিজি (নরেদ্র মোদি) আমার আইডিয়াটা কেমন?
সূত্র: আমাদের সময়.কম