আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এর মাধ্যমে পিএসজিতে নতুন সতীর্থ ব্রাজিলিয়ান নেইমারের মোকাবেলা করতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
আগামী ৫ সেপ্টেম্বর দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের হাই ভোল্টেজ এই ম্যাচটি ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হবে। পিএসজির সতীর্থ হিসেবে এই প্রথম কোনো ম্যাচে মেসি-নেইমার একে অপরের মোকাবেলা করতে যাচ্ছেন। এর আগে জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী হয়ে শিরোপা জয় করেছিল।
এই ম্যাচের আগে ও পরে বিশ্বকাপ বাছাইপর্বের আরো দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
সূত্র: নয়াদিগন্ত