জামাল ভুঁইয়া, তারিক কাজীর পর রাহবার খান ও নায়েব তাহমিদ ইসলাম নামে আরও দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছেন জেমি ডে। এদের মধ্যে রাহবার খান কানাডা থেকে ও নায়েব তাহমিদ ইসলাম ফ্রান্স থেকে কিরগিজস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে অভিষেক হতে পারে নতুন এই দুই প্রবাসী ফুটবলারের। রাহবার কানাডার নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবে খেলেন। নায়েব তাহমিদ ইসলাম ফ্রান্সের পঞ্চম টায়ারের দল উসা ভারতাউ ক্লাবের হয়ে খেলেন। এই দুজনকে অন্তর্ভুক্ত করে কিরগিজস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল জামাল ভুঁইয়ার। ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার এখন জাতীয় দলের অধিনায়ক।
নতুন-পুরনো মিশেল, বিএনপির প্রাথমিক মনোনয়ন পেলেন যারা
ইতিমধ্যে লাল-সবুজ জার্সিতে ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন জামাল ভুঁইয়া। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত জুনে, কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে তিন ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। জাতীয় দলের শক্তি বাড়াতে কোচ জেমি ডে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের ওপর নজর রেখেছেন। বসুন্ধরা কিংসের কাতার প্রবাসী ওবায়দুর রহমান ও ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফ খানের প্রতিও নজর আছে কোচের। যে কারণে, ওই দুই ফুটবলারকে ডাকলে যাতে জাতীয় দলে খেলানো যায়, ফিফা’র অনুমতিসহ আনুষঙ্গিক কাজগুলো সেরে রেখেছে বাফুফে। বসুন্ধরার জার্সিতে এদের খেলা মনে না ধরলেও কানাডা প্রবাসী রাহবার খান ও ফ্রান্সের তাহমিদ ইসলামের ম্যাচ ভিডিও দেখে তাদের সরাসরি জাতীয় দলে ডাক দিয়েছেন জেমি ডে। এই প্রসঙ্গে জাতীয় দলের কোচ জেমি ডে বলেন, ‘রাহবার খান ও তাহমিদ ইসলামের ভিডিও দেখে তাদের জাতীয় দলে ডাকা হয়েছে। এখন দেখা যাক, তারা কতোটুকু দলের সঙ্গে মানিয়ে নিতে পারে।’
দুই প্রবাসী ছাড়া বাকি ২১ জনের মধ্যে চমক বলতে উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা। তিন গোলরক্ষকের মধ্যে অন্য দুইজন-আবাহনীর শহিদুল আলম সোহেল ও বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো। এর আগে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও পাসপোর্ট সমস্যায় ছিটকে যেতে হয়েছিল শেখ জামালের ডিফেন্ডার রেজাউল করিমকে। এবার তাকে ২৩ সদস্যের দলে নিয়েছেন জেমি ডে। এর বাইরে উল্লেখযোগ্য নাম বলতে মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামান আতিক।
মালদ্বীপ সফররত বসুন্ধরা কিংসের যে ফুটবলাররা জেমির তালিকায় আছেন তারা মালে থেকে সরাসরি চলে যাবেন কিরগিজস্তান। ঢাকা, মালে, কানাডা ও ফ্রান্স থেকে ফুটবলাররা ভিন্ন ভিন্নভাবে কিরগিজস্তানে যোগ দিয়ে পূর্ণতা আনবেন লাল-সবুজের বাংলাদেশ দলের।
কিরগিজস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ৫ ও ৭ই সেপ্টেম্বর যথাক্রমে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে দুটি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের বাইরে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ই সেপ্টেম্বর।
২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক: আনিছুর রহমান জিকু, শহিদুল আলম সোহেল ও মিতুল মারমা, ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, আতিকুজ্জামান, মেহেদি হাসান, মিডফিল্ডার: মাসুম মিয়া জনি, জামাল ভুঁইয়া, সোহেল রানা, সাদউদ্দিন, রাকিব হোসেন, নায়েব তাহমিদ ইসলাম, ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, রাহবার ওয়াহেদ খান।
সূত্র: মানবজমিন