আগামী সেপ্টেম্বরে শুরু হবে আন্তর্জাতিক বিরতি। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ সবগুলো ল্যাটিন দল। খেলা রয়েছে আফ্রিকার দলগুলোরও। সেসময় ইংলিশ প্রিমিয়ার লীগে অনেক খেলোয়াড়েরই জাতীয় দলের হয়ে খেলার কথা ছিল। এতে বাধ সেধেছে ইপিএল। করোনাভাইরাস সংক্রমণের জন্য লাল তালিকাভুক্ত দেশগুলোতে খেলোয়াড় পাঠাতে চায় না তারা।
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইপিএল। লাল তালিকায় থাকা দেশগুলো থেকে ইংল্যান্ডে ফেরার পর ফুটবলারদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিন করতে হবে। তাতে ক্লাবের হয়ে একাধিক ম্যাচ মিস হওয়ার সম্ভাবনা রয়েছে ফুটবলারদের।
বিবিসি জানায়, ইংলিশ প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তকে দৃঢ়তার সঙ্গে সমর্থন জানিয়েছে।
সূত্র: মানবজমিন