টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা। মঙ্গলবার মধ্যরাত থেকে থেমে থেমে মাঝারি বৃষ্টি শুরু হয়। বুধবার সকালে এটি ভারী বৃষ্টিতে রূপ নেয়। বৃষ্টিতে শহরের দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, নগরের আমবাগান আবহাওয়া দফতর বলেছে, একই সময়ের ব্যবধানে সেখানে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় কোথায় হাঁটু, কোথাও কোমরপানি জমার কারণে সকালে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষের। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
নগরীর এক বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই দুর্ভোগ শুরু হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা সুফল পাচ্ছি না। মুরাদপুর থেকে জিইসি মোড় পর্যন্ত হাঁটু পানি। গাড়িও পাওয়া যাচ্ছে না।
সূত্র: নয়াদিগন্ত