২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার লক্ষ্য নিয়ে নেপালের প্রধান কোচ হয়েছিলেন ডেভ হোয়াটমোর। তবে লক্ষ্য পূরণের আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন প্রখ্যাত এই অস্ট্রেলিয়ান কোচ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
জানা যায়, পরিবারকে সময় দিতেই স্বেচ্ছায় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হোয়াটমোর।
এক বিবৃতিতে সিএএন জানায়, ‘আমাদের কোচ ডেভ হোয়াটমোরের আকস্মিক পদত্যাগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল বিস্মিত। ওমান সফরের পর পরই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বছরের শুরুতে সিএএনের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন হোয়াটমোর।’
২০২০ সালের ফেব্রুয়ারিতে উমেশ পাতওয়াল পদত্যাগ করেন। এরপর ফাঁকা ছিল নেপাল ক্রিকেটের প্রধান কোচের আসনটি। আলোচনার জন্ম দিয়ে সিএএন নিয়োগ দেয় হোয়াটমোরকে।
দায়িত্ব নিয়ে হোয়াটমোর জানিয়েছিলেন, তার লক্ষ্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করা। আগামী ডিসেম্বর পর্যন্ত নেপালের প্রধান কোচের আসনে চুক্তিবদ্ধ ছিলেন তিনি।
আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে যে ম্যাচগুলো খেলবে নেপাল, হোয়াটমোর অবশ্য সেসব ম্যাচ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ক্রিকেটে ডেভ হোয়াটমোরের অবদান অসামান্য। অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটারের বদৌলতেই বিশ্ব ক্রিকেটে প্রথম উত্থান ঘটে টাইগারদের। তার আগে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কার সাথে, দলটিকে জিতিয়েছেন বিশ্বকাপ। এরপর পাকিস্তান ও জিম্বাবুয়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন হোয়াটমোর।
সূত্র: মৃনবজমিন