পঞ্চগড়ের মানিকপীর এলাকায় অতিবৃষ্টিতে পানির তোড়ে ভেঙে গেছে একটি ব্রিজ। শুক্রবার পঞ্চগড় মাড়েয়া-দেবীগঞ্জ জেলা সড়কের ওই এলাকায় ব্রিজটি ভেঙে যায়। এতে সড়ক দিয়ে পথচারীসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
এদিকে শনিবার দুপুরে রেলমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য (পঞ্চগড়-২) নূরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জনভোগান্তি লাঘবে দ্রুত স্থানীয়দের চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপদ বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গড়েরডাঙ্গা তেপুকুরিয়া এলাকার আব্দুল হামিদ বলেন, কয়েক দিন ধরে অতি বৃষ্টির কারণে হঠাৎ সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে। আমরা এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করি। জেলা শহরে যেতে হলে আমাদের এই সড়ক দিয়েই যেতে হবে। সমস্যাটি দ্রুত সমাধান করা দরকার।
বেংহারী বনগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মূলত পানির স্রোতে ব্রিজের একটি অংশ ও সংযোগ সড়ক ভেঙে গেছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তার ঘটনাস্থল দেখে গেছেন। আশা করি দ্রুত একটা ব্যবস্থা হবে।
সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, পানির তোড়ে ব্রিজের ১৮ ফুট সংযোগ সড়ক ভেঙে গেছে। ২০০৯-২০১০ অর্থবছরে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। গত অর্থবছরে দুই কোটি টাকা ব্যয়ে এই সড়কের ১১ কিলোমিটার সংস্কার কাজ করা হয়। আপাতত সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
সূত্র: সমকাল