সাড়ে ৬ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে দিকে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরপরই বিজয় এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে শনিবার রাত ২টার দিকে কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সবজিবাহী পিকআপের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে এ ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে উপপরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, রাত ৯টায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি পিকআপের ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রোববার ভোর ৪টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। মেরামতের কাজ শেষ হলে সকাল সাড়ে ৮টার দিকে ওই রুটে ট্রেনে চলাচল স্বাভাবিক হয়।
সূত্র: যুগান্তর