আমার নাম নিয়ে খেলার অধিকার কাউকে দিই নি। ক্যারিয়ার এবং কাজেই মনোযোগ আমার। বাকি সব? সবকিছু গুঞ্জন ছাড়া কিছুই নয়’- গত ১৮ই আগস্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে দল বদলের গুঞ্জনে এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের এমন কড়া ঘোষণায় মনে হচ্ছিলো অন্তত আরও একটি মৌসুম জুভেন্টাসেই কাটাতে চলেছেন তিনি। তবে মাত্র ৯ দিনের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের কথায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনালদো। বিদায় বেলায় জুভেন্টাসকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
ইউরোপের ফুটবলে এমন চমকপ্রদ দলবদল দেখা যায়নি অনেকদিন। এবারের দলবদলের শুরুতে উত্তাপ ছিল না তেমন।
অনেকটাই নিশ্চিত ছিল ফুটবলের আরেক সুপার স্টার লিওনেল মেসি এফসি বার্সেলোনায় থেকে যাবেন। কিন্তু হঠাৎ বদলে যায় সব। আর্থিক সীমাবদ্ধতার কথা জানিয়ে দীর্ঘ ২১ বছরের সারথী লিওনেল মেসিকে ছেড়ে দেয়ার ঘোষণা আসে বার্সেলোনার তরফ থেকে। সুযোগটা লুফে নেয় ফরাসি ধনী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কাতারি মালিকানাধীন ক্লাবটির সঙ্গে ইতিমধ্যেই দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন তারকা। পিএসজিতে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে দীর্ঘ ১৬ বছর কাটানো স্প্যানিয়ার্ড ডিফেন্ডার সার্জিও রামোসও। আর দীর্ঘ ১০ বছর ম্যানচেস্টার সিটিতে খেলার পর বার্সেলোনায় পাড়ি দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পর গুঞ্জন চাউর হয়, প্যারিস থেকে চলে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদিদ্রেরও এমবাপ্পের দিকে আগ্রহ। এবারের গ্রীস্মকালীন দলবদলে ইতিমধ্যেই ফুটবল বিশ্ব দেখেছে বড় ট্রান্সফার। প্রিমিয়ার লীগের দল অ্যাস্টন ভিলা থেকে ইংলিশ উইংগার জ্যাক গ্রিলিশকে ম্যানচেস্টার সিটি কিনে নিয়েছে ১০০ মিলিয়ন পাউন্ডে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে ৯৮ মিলিয়ন পাইন্ডের ট্রান্সফারে ইংলিশ ক্লােব চেলসিতে যোগ দিয়েছেন বেলজিক স্ট্রাইকার রোমেলু লুকাকু।
জুভেন্টাস ছাড়ার খবর নিজেও জানিয়েছেন রোনালদো। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘আজ আমি একটা অসাধারণ ক্লাব ছেড়ে যাচ্ছি। ইতালির সবচেয়ে বড় এবং নিশ্চিতভাবে ইউরোপের অন্যতম বড় ক্লাব থেকে বিদায় নিলাম। জুভেন্টাসের জন্য আমি আমার হৃদয় উজাড় করে দিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুরিন শহরকে ভালোবাসবো।’
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো। ক্লাবটির হয়ে তিন বছরে ১৩৪ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন তিনি। জিতেছেন দুইটি লীগ শিরোপা।
জুভেন্টাসের সমর্থকদের ভালোবাসা এবং সমর্থনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘জুভেন্টাসের সমর্থকরা সবসময় আমাকে সম্মান করেছে। তাদের সম্মানের জবাবে আমি প্রতি ম্যাচ, মৌসুম ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়েছি। পরিশেষে পেছন ফিরে তাকিয়ে অনুধাবন করতে পারি যে, আমরা অসাধারণ কিছু অর্জন করেছি। সবাই মিলে দারুণ একটি গল্প লিখেছি।’ ‘সব সময় আমি আপনাদের একজন হয়ে থাকবো। এই ক্লাব এখন আমার ইতিহাসের একটা অধ্যায়, যেমনটা আমি নিজেকে এই দলের একজন মনে করি। ইতালি, জুভেন্টাস- সবাই আমার হৃদয়ে থাকবে।’ দল বদলের আগে রোনালদো সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে কানাঘুষা কম হয়নি। একের পর এক ক্লাবের সঙ্গে জড়িয়ে গুঞ্জন চাউর হয় পর্তুগিজ সুপারস্টারের নামে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানাচ্ছিল, তুরিন ছেড়ে রিয়াল মাদ্রিদে ফিরতে চলেছেন রোনালদো। তবে বিষয়টি অস্বীকার করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, রোনালদোকে দলে টানার কোনো চেষ্টাই করছে না তার ক্লাব। এরপর রোনালদোও নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, রিয়ালে তার অধ্যায় শেষ হয়েছে আগেই। তার নামে গুঞ্জন ছড়ানো তার ব্যক্তি এবং খেলোয়াড়ি জীবনের অসম্মান বলেও ক্ষোভ দেখান তিনি। এরপর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মালিক খলিফা হামাদ আল থানির ভাই পার্ক দেস প্রিন্সেসে মেসি-রোনালদোর যুগলবন্দি হওয়ার ইঙ্গিত দেন। তবে সব ছাপিয়ে যায় ম্যানচেস্টার সিটির গুঞ্জন। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে দুই বছরের চুক্তিতে সিটিতে যোগ দিচ্ছেন সিআর সেভেন। তবে শেষ মুুহূর্তে মোড় পাল্টেছে। সিটি নয়, নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনালদো।
শুক্রবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে ম্যানইউ। এর আগেই অবশ্য ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নিজের সতীর্থদের কাছ থেকে বিদায় নেন রোনালদো। শুক্রবার জুভেন্টাসের অনুশীলনে গেলেও, মাঠে নামেননি তিনি।
সূত্র: মানবজমিন