চলতি প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী সিঁথি সাহা। এরই মধ্যে বেশকিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। বছরজুড়ে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। যদিও শো এখন বন্ধ রয়েছে। তবে চলতি বছর বেশকিছু গান প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে হাবিব ওয়াহিদের সঙ্গে প্রথমবারের মতো একটি দ্বৈত গান প্রকাশ হয় তার। ‘উড়ে যারে মুনিয়া’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়েছে এরই মধ্যে। এখন এ গায়িকা ব্যস্ত সময় পার করছেন নতুন গান নিয়ে।
ফার্মগেটে বাসের ধাক্কায় ক্রিকেটারের মৃত্যু
একাধিক চমক নিয়ে তিনি শ্রোতা-দর্শকদের সামনে আসছেন। এরই মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের সঙ্গে একটি দ্বৈত গান করেছেন তিনি। এর সুর ও সংগীতও করেছেন ইমরান। খুব দ্রুতই গানটি প্রকাশ পাবে অনুপম মিউজিকের ব্যানারে। এদিকে বলিউড গায়ক শাফকাত আমানত আলীর সঙ্গে একটি বাংলা গান গেয়েছেন সিঁথি। সেটিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। সেটা নিয়ে চলছে পরিকল্পনা। অন্যদিকে খুব দ্রুতই ভারতের প্রখ্যাত শিল্পী অনুপ জালোটার সঙ্গে একটি গজল গাইতে ভারতে যাবেন বলেও জানালেন এ গায়িকা। সিঁথি আরও বলেন, এই ৩টি প্রজেক্টই আমার কাছে বিশেষ। শাফকাত আমানত আলীর সঙ্গে আগেও গেয়েছি। তবে এবার বাংলা গান করলাম। আশা করছি গানটি ভালো লাগবে সবার। আর অনুপ জালোটা উপমহাদেশের স্বনামধন্য গজল শিল্পী। তার সঙ্গে গাইতে পারাটা বড় বিষয়। আর ইমরানের সঙ্গে আমার দ্বৈত গানটা নিয়েও আমি আশাবাদী। এই ৩টি প্রজেক্টই আমার কাছে বিশেষ। এদিকে হাবিব ওয়াহিদের সঙ্গেও আরও একটি গান হতে পারে বলেও জানালেন এ গায়িকা। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে সিঁথি সাহা বলেন, মহামারির কারণে মনে হয় দুটি বছর হারিয়ে গেল। এই সময়টায় অনেককিছু করতে পারতাম, যেটা হলো না। বিশেষ করে আমি খুব বেশি মনোযোগী হয়ে উঠেছিলাম নতুন গানে। কিন্তু অনেক পরিকল্পনাই পিছিয়ে গেছে এ কারণে।
তাছাড়া আমার মনে হয় সংগীতে পৃষ্ঠপোষকতার অভাব খুব বেশি। অন্যান্য ক্ষেত্রে যেভাবে পৃষ্ঠপোষকরা এগিয়ে আসছেন তেমনভাবে সংগীতের উন্নয়নে এগিয়ে আসলে আমরা আরও অনেক দূর যেতে পারতাম। সিঁথি আরও বলেন, মহামারির এই সময়ে যারা শুধুই মিউজিকের ওপর নির্ভরশীল তাদের অবস্থা সব থেকে খারাপ। দ্রুতই এই অবস্থার অবসান হোক- সেটাই চাওয়া।
সূত্র: মানবজমিন