রাশিয়া কোনদিকে না জেনে মূত্রত্যাগ করা যাবে না-এমন আইন চালু হয়েছে নরওয়েতে। দেশটিতে রাশিয়ার দিকে ফিরে মূত্রত্যাগ করলে জরিমানার বিধান রয়েছে। যে কেউ এই আইন ভঙ্গ করলে তাকে বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার টাকা জরিমানা দিতে হবে। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের জাকবসেলভা নদীর ওপারে রাশিয়া। সম্প্রতি সীমান্তবর্তী সেই নদীতে নরওয়েবাসীর মূত্রত্যাগের বিষয়ে নরওয়ে সরকারের কাছে অভিযোগ জানিয়েছে রাশিয়া। এরপরই নরওয়ের সীমান্ত কর্তৃপক্ষ ওই নদীতীর এলাকায় এই বিশেষ নির্দেশনা জারি করেছে।
নদীর তিরে সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে ‘রাশিয়ার দিকে ফিরে মূত্রত্যাগ করা যাবে না।’ এই নির্দেশনা জারির পাশাপাশি এলাকাটিকে নজরদারির আওতায়ও আনা হয়েছে।
প্রতিবেশী দেশ কিংবা এর সীমান্তে ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করা নরওয়ের আইনে নিষিদ্ধ বলে জানিয়েছেন নরওয়ে বর্ডার গার্ডসের কমিশনার হেন্স আর্ন হল্যান্ড। এ ধরনের অপরাধ বন্ধ করতে এই আইন জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
সূত্র:আমাদের সময়.কম