চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার রাত ১টার দিকে উপজেলার উথলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বলেন, ট্রেনটি খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। উপজেলার উথলী রেলস্টেশনে লুপ লাইন থকে মেইন লাইনে ওঠার সময় ওই ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়।
খবর পেয়ে পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ করছে। কাজ শেষ হলেই খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে।
সূত্র: যুগান্তর