দায়েশ-বিরোধী অভিযানের নামে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর ড্রোন বোমা হামলা চালায় আমেরিকা। এতে একই পরিবারের ছয় শিশুসহ নয়জন নিহত হয়েছেন।
এক স্বজন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নানগারহার প্রদেশে শুক্রবার একই ধরনের ড্রোন হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। সে সময়ও মার্কিন বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর হামলার দাবি করে।
সূত্র: সমকাল