টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
এই সিরিজ জিততে পারলেই র্যাঙ্কিংয়ে উন্নতির হাতছানি টাইগার শিবিরে। সিরিজটি তাই বেশ গুরুত্বপূর্ণ।
ইতোমধ্যে টস হয়ে গেছে, টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের হার। আগের দশ ম্যাচের সবকটিতেই হেরেছে টাইগাররা। এবার দেশের মাঠে লড়াই। সেই তিক্ত ইতিহাসের ইতি টেনে এবার ফেভারিট হিসেবে নেমেছেন মাহমুদউল্লাহ বাহিনী।
মিরপুরের শেরেবাংলায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে বিকেল ৪টায়।
বাংলাদেশ দলের একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের একাদশ:
হেনরি নিকোলস, টম লাথাম, উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকনচি, টম বান্ডেল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি, স্কট কুগলেজিন ও ডগ ব্রেসওয়েল।
সূত্র: যুগান্তর