নব্বই দশকের জনপ্রিয় গানগুলোর একটি ‘মেঘলা মেঘলা এই দিনে, তোমায় পড়েছে মনে’। মিকি মান্নার কণ্ঠে গানটি তখন প্রকাশ হয় বিটিভির ‘অন্তরঙ্গ’ ম্যাগাজিন অনুষ্ঠানে। হিট গান হওয়ার সত্ত্বেও হঠাৎ আড়ালে চলে যান এই গানের গায়ক। আর সেই গান তিন দশকেরও বেশি সময় ধরে মনের ভিতর লালন করছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এক সময় সিদ্ধান্ত নিলেন গানটি তুলবেন নিজ কণ্ঠে।
কিন্তু সমস্যা বাধলো, মূল গানের শিল্পীকে নিয়ে। তিনি কোথায় আছে, কি করছে কোনো কিছুই জানেন না আসিফ। তাহলে কার কাছ থেকে অনুমতি নেবেন তিনি! ‘মেঘলা মেঘলা এই দিনে, তোমায় পড়েছে মনে’ গানের গীতিকার চন্দ্রশেখর আর সুর-সংগীত মিকি মান্নার। অবশেষে খোঁজ পেলেন, জানতে পারলেন গানের শিল্পী বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে থাকেন। আসিফ নামলেন তার সঙ্গে যোগাযোগ স্থাপন করার মিশনে।
আসিফের ভাষ্য, ‘এই গানটা অন্তত বত্রিশ বছর মনের ভিতরে লালন করেছি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম কভার করবো। আজমীর বাবু ভাই কম্পোজিশনের দায়িত্ব নিলেন। একসময় গানটা গেয়েও ফেললাম, ইয়ামিন ইলানের ডিরেকশনে শুটিংও শেষ। মিকি মান্নান ভাইয়ের অনুমতি প্রয়োজন। হঠাৎ ক্ল্যু পেলাম, তিনি টেক্সাস থাকেন। নম্বর জোগাড় করে তোকে সালাম জানিয়ে লিখলাম, আমি বাংলাদেশের গায়ক আসিফ, আপনার সঙ্গে কথা বলতে চাই। কনফিউশন নিয়েই রেসপন্স করলেন তিনি। ভয়েজ শুনে নিশ্চিত হলেন আমিই আসিফ। কভার করেছি শুনে, রেকর্ডেড গানটি পাঠাতে বললেন আমাকে। শুনে খুব খুশি হয়েছেন এবং গানটি করার অনুমতি দিয়েছেন। আমাকে বলেছেন, আমি সম্মানিত আসিফ।’
তিনি আরও বলেন, ‘দ্রুততম সময়ে রিলিজ হবে মিকি ভাইয়ের গাওয়া এবং আমার কভার করা জনপ্রিয় এই গানটি। এরকম একজন অন্তর্মুখী মানুষের সঙ্গে আলাপ করে সংগীতের অন্য রূপ দেখেছি। আমি কাঠখোট্টা পেশাদার গায়ক আর তিনি সংগীত প্রিয় একজন নিভৃতচারী মিউজিশিয়ান। মগজ থেকে হারিয়ে যাওয়া গান, মনে ঢোকানোর শপথে এগিয়ে যাচ্ছি। আমি খুব আনন্দিত গানটি গাওয়ার সুযোগ পেয়ে। মিকি ভাইয়ের জন্য শুভকামনা এবং শ্রদ্ধা।