আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে নিজের সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সেনারা ফিরে যাওয়ায় আবার আফগানিস্তানে ক্ষমতায় ফিরেছে তালেবানরা। একে তারা বিজয় হিসেবে পালন করছে। তবে জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে দীর্ঘ সময় অবস্থান কোনো অপশন হতে পারে না। সেনা প্রত্যাহারের পর মঙ্গলবার তিনি জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। কমপক্ষে এক লাখ ২০ হাজার মানুষকে উদ্ধার করার জন্য সেনাদের প্রশংসা করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
২০০১ সালের ৯ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য সেন্টারে সন্ত্রাসী হামলার পর আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে আফগানিস্তানের তালেবানদের চাপ দেয়া হয়।
কিন্তু তারা লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়। ফলে ওই বছরেই আফগানিস্তানে মিত্রবাহিনীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র হামলা চালায়। সেই যে শুরু তারপর গত ২০ বছর ধরে চলতে থাকে এই যুদ্ধ। একে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করেন। তারই ধারাবাহিকতায় ক্ষমতায় এসে আকস্মিকভাবে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে দেন বাইডেন। এর ফলে দেশে এবং মিত্রদের মধ্যেও তার এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কিন্তু মঙ্গলবারের ভাষণে বড় রকমের উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাদের প্রশংসা করেছেন বাইডেন। এখনও যেসব মার্কিনি আফগানিস্তানে আছেন, তাদেরকেও বের করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমন মানুষের সংখ্যা সব মিলে প্রায় ২০০। তা সত্ত্বেও নিজের মতের পক্ষে অটল বাইডেন। তিনি বলেন, এই যুদ্ধকে আমি চিরদিন পর্যন্ত বর্ধিত করতে চাই না। আফগান যুদ্ধ এখন শেষ হয়ে গেছে। এখন সেখানে নিজেদের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিত থাকার প্রয়োজন নেই।
সূত্র: মানবজমিন