আগামি দুই দিনের মধ্যেই সরকার গঠন করতে পারে তালেবান। কাতারে সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের ডেপুটি প্রধান শের আব্বাস স্তানেকজাই এ কথা জানিয়েছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমুলক সরকার হবে এই সরকার। সেখানে নারীরও অংশগ্রহণ থাকবে বলে জানান শের আব্বাস। তবে নারীদের উচ্চ পদে বসানো হবেনা। তিনি আরও জানান, যারা গত দুই দশক ধরে থাকা সরকারের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আর সরকারে যুক্ত করা হবে না।
বিবিসিকে শের আব্বাস বলেন, কাবুল বিমানবন্দরে সম্প্রতি যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার পেছনে রয়েছে মার্কিনিদের ব্যবস্থাপনায় অদক্ষতা। এখন ওই বিমানবন্দর ঠিক করতে ৩০ মিলিয়ন ডলার প্রয়োজন।
বিয়ের দুই মাসেই সন্তান প্রসব, হাসপাতালেই স্ত্রীকে তালাক
তবে আগামি দুই দিনের মধ্যেই বিমানবন্দর চালু হয়ে যাবে বলে জানান তিনি। এদিকে এএফপি জানিয়েছে, বুধবার টেকনিশিয়ানদের একটি দল কাতার থেকে আফগানিস্তানে পৌঁছেছে। তালেবান কাবুল বিমানবন্দর দখলের পর সেখানে যান বিবিসির সংবাদদাতা লিজ ডুকেট। সেখানে তারা তালেবান সদস্যদের যুক্তরাষ্ট্রের পরিত্যাক্ত অস্ত্র ও বিমান পর্যবেক্ষন করতে দেখতে পান।
সূত্র: মতানবজমিন