সামনেই টি ২০ বিশ্বকাপ। তার আগে আরও ম্যাচ থাকায় সাফল্যের সম্ভাবনাও উঁকি দিচ্ছে বেশি। তবে এরই মধ্যে টি ২০ ক্রিকেটে বাংলাদেশের সফলতম বছর হয়ে গেছে ২০২১। ২০ ওভারের ম্যাচে এটাই টাইগারদের সেরা বছর। এ বছর এখন পর্যন্ত ১৩ ম্যাচের আটটি জিতেছে বাংলাদেশ।
এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি টি ২০ জয়ের রেকর্ড এটাই। ২০১৬ সালে সাত জয় পেয়েছিল বাংলাদেশ। ওই বছর সাত জয় ছিল ১৬ ম্যাচ খেলে। ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জয় ছিল পাঁচটি।
বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচেই হারে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেন মাহমুদউল্লাহরা। এরপর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ জিতে নেয় বাংলাদেশ।
নিউজিল্যান্ড সিরিজে দুই ম্যাচে এসেছে দুটি জয়। রেকর্ড গড়া জয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করেছি, এই সংস্করণে আমরা ভালো দল। শুধু নিজেদের সামর্থ্য ও স্কিলে আস্থা রাখার বিশ্বাসটা দরকার, যেন বাংলাদেশকে কিছু জয় এনে দিতে পারি। এবার এই ধারা (জয়ের) ধরে রাখতে পেরে আমরা খুশি।
সূত্র: যুগান্তর