দীর্ঘ প্রায় তিন বছর পর দলে প্রত্যাবর্তন করেই ২২ গজে আগুন ঝড়ালেন উমেশ। ইংল্যান্ড দলের সবচেয়ে দামি উইকেট জো রুটকে মাত্র ২১ রানেই প্যাভিলিয়ানের রাস্তা দেখিয়ে দেন তিনি। তাতেই প্রথম দিন নড়বড়ে হয়ে পড়ে ইংলিশ টপ অর্ডার। তবে দ্বিতীয় দিন দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। পোপ, বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকসরা বেশ খানিকটা এগিয়ে দেন ইংল্যান্ড। তবে ভারতীয় পেস ঝড় তাড়া করে বেরিয়েছে সর্বক্ষণ।
একটা সময় যেভাবে উইকেট পড়ছিল, তাতে মনে হচ্ছিল ২০০ রানের গণ্ডি পেরোতে পারবে না ইংল্যান্ড। তবে চাপের মুখে ভরসার মুখ হয়ে ওঠেন পোপ-মঈন আলি।
তৃতীয় টেস্টে ৭৮ রানে অলআউট হয়ে অসহায় দেখিয়েছিল ভারতকে। এবার অবশ্য স্কোরবোর্ডে বিরাট রান না থাকলেও এদিন বডি ল্যাঙ্গুয়েজে অন্তত একটা খিদে দেখা যাচ্ছিল কোহলিদের। আর তাতে ভর করেই ২৯০ রানে রুটবাহিনীকে গুটিয়ে দিয়ে সফল হলেন বুমরাহরা। উমেশের তিন উইকেটের পাশাপাশি বুমরাহ ও জাদেজা দুটি করে উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসের শুরুটাও মন্দ হলো না। দিনের শেষে ১০ উইকেট হাতে রেখেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা (২০*) ও কেএল রাহুল (২২*)।
সেই সাথে ব্যাট হাতে অনন্য মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রানের মালিক হয়ে গেলেন তিনি। এখন টিম ইন্ডিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকের এই ফর্ম ধরে রাখা।
সূত্র: আমাদের সময়.কম