চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের শোকসভায় দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হওয়ার পর যুবলীগ নেতা গিয়াস উদ্দিন কাদের জিকুকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার দোহাজারী পৌরসভায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চন্দনাইশ থানার ওসি কর্মকর্তা নাছির উদ্দীন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইসেন্সসহ জিকুর অস্ত্রটি থানায় জমা নেওয়া হয়েছে।
রোববার সকালে ১০টায় জিকুকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ৩০ আগস্ট উপজেলার হাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাগিচাহাট পেট্রোলপাম্পসংলগ্ন হল-২৪ এ জাতীর পিতা বঙ্গবন্ধুর শোকসভা ও ২১শে আগস্টের শহীদদের সরণে আলোচনা সভা এবং দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানের শেষ আংশে সভাপতি মাহাবুবুল আলম বাবুলের বক্তব্য দেওয়ার সময় দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির পদ বঞ্চিতছাত্রলীগ কর্মী ও যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষ গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর করে শোকসভা পণ্ড করে দেয়।
আওয়ামী লীগের শোকসভায় গোলাগুলির ঘটনায় যুবলীগ- ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা হয়। উপজেলা ছাত্রলীগের সদস্য আবুল ফয়সাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সূত্র: যুগান্তর