বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল যৌথ চেকপোস্টের তল্লাশি ডগ চার্লি কর্তৃক ৯৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ ১ জন আসামিকে আটক করা হয়েছে।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক তল্লাশির জন্য থামায়। পরবর্তীতে বিজিবি ডগ স্কোয়াড এর ডগ চার্লি দ্বারা ইজি বাইকটি তল্লাশির এক পর্যায়ে ইজি বাইকের পিছনের যাত্রী সিটের পাশে লুকায়িত অবস্থায় ৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। এসময় চালক মোঃ সালাম (১৯)কে আটক করা হয়। যা পরবর্তীতে টেস্ট করে অত্যন্ত উন্নতমানের আইস হিসেবে চিহ্নিত হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ (আইস) এর আনুমানিক মূল্য ৯,৫০,০০০/- (নয় লাখ পঞ্চাশ হাজার) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাসের মহামারির মধ্যেও বিজিবি মাদক বিরোধী অভিযানসহ ২৪ ঘণ্টা তল্লাশি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২১ থেকে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১০৬,৪২,৫৫,১০০/- (একশত ছয় কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চান্ন হাজার একশত) টাকা মূল্যের ৩৫,৪৭,৫১৭ পিস বার্মিজ ইয়াবা এবং ৩৭,৫০,০০০/- (সাইত্রিশ লাখ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৩৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) ১৬৪ জন আসামি আটক করে।
সূত্র: বি ডি প্রতিদিন