তালেবানের পূর্বাঞ্চলীয় সামরিক শাখা প্রাক্তন আফগান সেনা, পুলিশ কর্মকর্তা ও ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের দলে যোগ দিতে নিষেধ করেছে। গতকাল শনিবার পূর্ব নানগারহার প্রদেশের গভর্নর অফিস এ ঘোষণা দিয়েছে।
যারা দাড়ি রাখতে চায় না তাদেরকেও তালেবানে যোগ দিতে দেওয়া হবে না। বিবৃতি অনুসারে, কালো চশমা পড়া ও মুখ ঢেকে রাখা তালেবান সদস্যদের অনুমতি নেই।
কাবুল বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে)। এই জঙ্গি গোষ্ঠীর সদর দপ্তর নানগারহার প্রদেশে। ওই হামলার পর ব্যাপক সমালোচনার মুখে বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে পূর্বাঞ্চলীয় সামরিক শাখার সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে নিজেদের সংযত বা মধ্যপন্থী চেহারা দেখানোর চেষ্টা করছে তালেবান।
তালেবান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও এখনও সরকার গঠন এবং পুরোপুরি দায়িত্ব গ্রহণের মধ্যে একটি বড় শূন্যতা রয়েছে। কাবুলসহ দেশের বেশিরভাগ অংশে নিরাপত্তা সমস্যা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি বিভাগগুলো কাজ করছে না।
ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে আফগানিস্তান। গত দুই সপ্তাহ তালেবানের প্রতিষ্ঠার লড়াইয়ের ফলে নগদ অর্থ ঘাটতি, জ্বালানি, খাদ্য ও অন্যান্য প্রধান দ্রব্যের উৎপাদন স্থবির হয়ে পড়েছে।এক সপ্তাহব্যাপী অভিযান শেষে গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। মধ্য এশিয়ার দেশটিতে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। তালেবান কাবুল দখলের পর প্রতিশ্রুতি দেয়, অদূর ভবিষ্যতে আফগানিস্তানের সরকারের রূপ নির্ধারণ করা হবে।
সূত্র : এএনআই