চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবল খেলা ছিল গতকাল রোববার। সেই খেলা বড় পর্দায় দেখার জন্য গতকাল মধ্যরাতে বাড়ি থেকে বের হয়েছিলেন নাটোরের মিলন হোসেন নামে এক যুবক। কিন্তু ফিরলেন লাশ হয়ে। আজ সোমবার সকালে নাটোরের নলডাঙ্গার সরকুতিয়া এলাকায় হালতি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মিলন হোসেন সরকুতিয়া গ্রামের জেকের আলীর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মিলন গতকাল রাত ১২টায় বড় পর্দায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবল খেলা দেখার জন্য বাড়ি থেকে বের হন। খেলা শুরু হওয়ার অপেক্ষায় এলাকার কান্দার ব্রিজে বসে ছিলেন তিনি।
তার সঙ্গে থাকা কয়েকজন তরুণ বলেছেন, অসাবধানতাবশত মিলন কান্দার ব্রিজ থেকে নিচে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে হালতি বিলে তার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
মিলনের বাবা জেকের হোসেন বলেন, ‘মিলন ফুটবল খেলা দেখার পাগল ছিল। সে বড় পর্দায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবল খেলা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। শুনেছি, বন্ধুদের সঙ্গে ব্রিজের ওপর বসে খেলা দেখার জন্য অপেক্ষা করছিল। এরপর কীভাবে পড়ে গেল, তা কেউ বলতে পারছে না। সকালে বিলের পানিতে লাশ ভেসে উঠলে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পারি।’
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গতকাল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচটি বেশি সময় মাঠে গড়ায়নি। খেলা শুরুর সাত মিনিটের মাথায় চার আর্জেন্টাইন ফুটবলারের কোয়ারেন্টিন ইস্যুতে মাঠের ডাগ আউটে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বিতর্ক শুরু হয়। খানিক পরই ম্যাচটি স্থগিত ঘোষণা করে কনমেবল।
সূত্র: আমাদের সময়.কম