হিন্দু-মুসলিমদের ইতিহাস ব্যাখ্যা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত দাবি করেন, ভারতের হিন্দু-মুসলিমদের পূর্বপুরুষ একই। সেই হিসেবে প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। গতকাল সোমবার মুম্বাইয়ে মুসলিম বিশিষ্টজনদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এমন কথা বলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়।
বক্তৃতায় হিন্দু-মুসলমান সমাজের মধ্যে ঐক্য সাধন ও কট্টরপন্থী মুসলিম বিচার ধারার বিরুদ্ধে সাধারণ শিক্ষিত মুসলমান সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
মোহন ভাগবত বলেন, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভুল ধারণা তৈরি করেছিল ব্রিটিশরা। তার ফলে দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল। শুরু হয়েছিল দ্বন্দ্ব।
মুম্বাইয়ে ‘রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি’ শীর্ষক ওই আলোচনায় মুখ্য বক্তা ভাগবত দাবি করেন, ব্রিটিশরা মুসলিমদের বলেছিল যে হিন্দুদের সঙ্গে থাকলে কিছু পাওয়া যাবে না।
শুধু মুসলিম নয়, হিন্দুদের মনেও ব্রিটিশরা ইসলাম-বিরোধী মনোভাব তৈরি করেছিল বলে দাবি করেন সংঘ প্রধান। তিনি বলেন, হিন্দুদের মনে গেঁথে দেওয়া হয়েছিল যে মুসলিমরা উগ্রপন্থী।
মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টদের উদ্দেশ করে ভাগবত বলেন, ‘একে অপরের মত নিয়ে কোনো অসম্মানের জায়গা থাকবে না। তবে মুসলিম আধিপত্যের বিষয়ে নয়, আমাদের ভারতের আধিপত্যের বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল আরিফ মুহাম্মাদ খান, কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা সাবেক লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হুসেনের মতো বিশিষ্টজনরা।
দেশের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক এবং প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু- এর ব্যাখ্যায় ভাগবত বলেন, হিন্দু শব্দ মাতৃভূমি, আমাদের পূর্বপুরুষ ও ভারতের গৌরবময় সংস্কৃতির অঙ্গ। সেই দিক থেকে আমি সব ভারতবাসীকেই হিন্দু হিসেবে মনে করি।
সূত্র: আমাদের সময়.কম