ফুটবলের মাঠ যেমন একাধিক ফুটবলারের জীবন গড়ে দিয়েছে ঠিক সেই রকম ভাবেই অনেকের জীবনেই তা বয়ে এনেছে অন্ধকার। ফুটবল খেলতে গিয়ে অথবা অনুশীলনের সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ফুটবল মাঠে নতুন কিছু নয়। আজ থেকে ৩৯ বছর আগে এ রকম এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ফরাসি ডিফেন্ডার জাঁ-পিয়েরে অ্যাডামস। চিকিৎসা ব্যবস্থার এক ভুলের শিকার হয়ে প্রায় ৩৯ বছর কোমাতে থাকার পরে সোমবার ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৮১ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টানার পরের বছরই হাঁটুর ইনজুরি নিয়ে ভর্তি হন হাসপাতালে। দিনটা ছিলো ১৭ মার্চ। ছোট্ট এক অস্ত্রোপচারে বড্ড বড় ভুল করে বসেন শিক্ষানবীশ এক চিকিৎসক। চেতনানাশক ওষুধের ভুল প্রয়োগে মস্তিস্কে রক্তসঞ্চালনে ব্যাঘাত ঘটায় কোমায় চলে যান আদামস। এরপর আর জেগে উঠা হয়নি। জীবনের বাকিটা সময় তাকে কাটাতে হয় লাইফ সাপোর্টেই।
১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ফ্রান্সের জার্সিতে ২২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অ্যাডামস। এছাড়াও ১৯৭৭-৭৯ সালে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ানে ৪১ টি ম্যাচ খেলেছিলেন তিনি। ১৯৭০-৭৩ সাল পর্যন্ত ক্যারিয়ারের একটা বড় অংশ কাটিয়েছেন নাইমসের হয়ে খেলে।
সূত্র: সমকাল