বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘদিন ধরে জেলে আটক থাকা দুই নারীসহ তিনজনকে ভারতের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়। এসময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিরে যাওয়া তিনজন হলেন- ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ জেলার কমল থানার বিনোভা-বায়োনগর গ্রামের ললতা সিংহের ছেলে রাজপুত চন্দ্রভান সিংহ (৪৫), পশ্চিমবঙ্গ প্রদেশের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার তেলিপাড়া গ্রামের মনছুর আলীর স্ত্রী গুলশান বিবি (৪৫) ও একই প্রদেশের পশ্চিম মেদেনীপুর জেলার দমদম এলাকার শেখর রায়ের মেয়ে ঐশী রায় (২২)।
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. সেকেন্দার আলী জানান, এই তিনজন ভারতীয় বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় বিজিবি অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এরপর আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে রাজপুত সিংহ ১৪ বছর নীলফামারী জেলে, ঐশী রায় ৩ বছর এবং গুলশান বিবি ১১ মাস দিনাজপুর জেলে আটক ছিলেন। দুই দেশের আইনি পক্রিয়া শেষে মঙ্গলবার তাদের ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) শিপ্রা রায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: সমকাল