আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভী ক্বারী ফাসিউদ্দিন। তিনি দেশটির আর্মি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবানের নতুন সরকার ঘোষণা করেন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
পাকিস্তানী সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, পানশির অভিযানের সময় মৌলভী ক্বারী ফাসিউদ্দিনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তালেবান তা প্রত্যাখ্যান করে নতুন ভিডিও প্রকাশ করে। তিনি দীর্ঘ দিন ধরে তালেবানের সামরিক কমিশনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নেতৃত্বে পানশির ছাড়াও তালেবানের বিভিন্ন সাফল্য রয়েছে। এই মুহূর্তে ক্বারী ফাসিহ উদ্দিনকে তালেবানের বিশেষ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে, তালেবানকে দ্রুত ক্ষমতায় আনতে যে ২২জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের গবেষণায় এসেছে তার মধ্যে ক্বারী ফাসিহ উদ্দিনও অন্যতম।
এদিকে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে তালেবান সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। প্রধানমন্ত্রী মোল্লা মোহম্মদ হাসান আখুন্দ তালেবানের সিদ্ধান্ত নির্ধারণকারী বিভাগ ‘রেবারি শুরা’র প্রধান। তিনি গতবার তালেবান শাসিত আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
সূত্র: আমাদের সময়.কম