যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটন ডিসিতে ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’ নামে আগামী ১৮ সেপ্টেম্বর সমাবেশের ডাক দিয়েছেন। এ সমাবেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে জড়ো হতে শুরু করেছেন তারা। সহিংস ঘটনার আশঙ্কা করা হচ্ছে এ সমাবেশে। তবে যুক্তরাষ্ট্রে প্রশাসন বলছে, যেকোন ধরনের সহিংসতা মোকাবিলায় তারা প্রস্তুত আছে।
গত ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা ক্যাপিটল হিলে ঢুকে ভাঙচুরসহ সহিংসতায় লিপ্ত হয়। ওই ঘটনায় দুইজন পুলিশসহ ৫ জন নিহত হন। এ হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের প্রতিবাদ জানাতেই ট্রাম্প-সমর্থকেরা সমাবেশ ডেকেছেন। সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যাপক নিরাপত্তা–প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সমাবেশের আগে নেওয়া প্রস্তুতি সম্পর্কে বুধবার এক সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হলে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সুনির্দিষ্ট তথ্য দিতে অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, আমরা ক্যাপিটলের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে চাই। খবর ফোর্বসের
৬ জানুয়ারির সমাবেশের আগে ক্যাপিটল হিল, হোয়াইট হাউসসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা কাঁটাতারের বেষ্টনী দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছিল। সেই ব্যারিকেড পরে উঠিয়ে নেওয়া হয়। কিন্তু ১৮ সেপ্টেম্বরের সমাবেশকে সামনে রেখে আবার গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় কাঁটাতারের বেষ্টনী বসছে।
ক্যাপিটল পুলিশের একজন মুখপাত্র বলেন, তারা আমাদের স্থানীয়, রাজ্য এবং ফেডারেল অংশীদারদের সঙ্গে মিলে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ক্যাপিটল পুলিশ প্রধান টম ম্যানগার এক বিবৃতিতে জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বরের সমাবেশকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ব্রায়ানা বার্চ জানিয়েছেন, শহরের চারপাশে তারা নিরাপত্তা জোরদার করেছেন। এছাড়া তারা রাস্তা বন্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন।
এদিকে সমাবেশের আয়োজক ট্রাম্পের প্রচারণার সাবেক সহযোগী ম্যাট ব্রেনার্ড দাবি করেছেন, ক্যাপিটল হিলের দাঙ্গায় অভিযুক্তদের সমর্থন করার জন্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে সর্বোচ্চ সুরক্ষার রেকর্ডেরও দাবি করেছেন তিনি।
ক্যাপিটল সমাবেশে উপস্থিতদের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: সমকাল