বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তালেবানের শীর্ষ নেতা ও আফগানিস্তানের অস্থায়ী সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যু অস্বীকার করা হয়েছে।
মঙ্গলবার তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এক বিবৃতিতে জানিয়েছেন, তালেবানের সাবেক রাজনৈতিক শাখার প্রধান ও দেশটির উপ-প্রধানমন্ত্রী বারাদার অডিও বার্তা পাঠিয়েছেন। তিনি সংঘর্ষে নিহত বা আহতের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
টুইটারে শাহিন বলেন, এটি মিথ্যা ও সম্পূর্ণ ভিত্তিহীন।
গোষ্ঠীটির পক্ষ থেকে বারাদারের অডিও প্রকাশ করা হয়েছে, যাতে খোদ বারাদার বলেছেন, তিনি জীবিত আছেন এবং আহত হননি।
এদিকে তালেবান একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে দেশটি দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে বৈঠক করছেন। তবে রয়টার্স নিরপেক্ষভাবে এটি যাচাই করতে পারেনি।
গুজব ওঠে পাকিস্তান সীমান্তের কাছে হাক্কানি গ্রুপের প্রধান সিরাজউদ্দিন হাক্কানির সমর্থকদের সঙ্গে বারাদারের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি নিহত হন। এছাড়া যুদ্ধে বেশি আত্মঘাতী হামলার জন্য তাকে দায়ী করা হয়।
তবে নিজেদের অন্তকোন্দল অস্বীকার করেছে তালেবান।
সূত্র:যুগান্তর