র রায়পুরে তেল কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন পেট্রোল পাম্পকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় একটি এবং পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় দুটি পেট্রোল পাম্পে আদালত পরিচালনা করে।
এ সময় আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. আনিসুর রহমান ও রায়পুর থানা পুলিশ।
জরিমানা করা তেলের পাম্পগুলো হলো- রায়পুর বাসটার্মিনাল এলাকায় হাজি আলী আকবর ও পাটোয়ারী ফিলিং স্টেশন এবং বাসাবাড়িবাজার এলাকায় রৌশন আরা ফিলিং স্টেশন।
ইউএনও সাবরীন চৌধুরী যুগান্তরকে বলেন, ২০১৮ সালের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তিনটি পেট্রোল পাম্পকে পৃথক মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র: যুগান্তর