পিএসজিতে লিওনেল মেসির বেতন কত? এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। অবশেষে মিডিয়ায় এসেছে, আর্জেন্টাইন তারকা ৩ মৌসুমে পিএসজি থেকে বেতন পাবেন ১১ কোটি ইউরো (১,১০০ কোটি টাকা)।
প্রথম মৌসুমের জন্য ৩ কোটি ইউরো, পরের দুই মৌসুম থাকলে ৪ কোটি ইউরো করে পাবেন তিনি।
এবার ফরাসি সংবাদপত্র ‘এলইকুইপে’ দাবি করেছে, তারা মেসির সত্যিকারের বেতনের অংকটা বের করতে পেরেছেন। আগে শোনা গিয়েছিল, পিএসজিতে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন মেসিই। তবে ‘এলইকুইপে’র প্রতিবেদন অনুযায়ী, ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার ঠিক নেইমারের সমানই বেতন পাচ্ছেন।
সূত্র: বিডি প্রতিদিন