প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি মানিকগঞ্জে সাড়ে ৭ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ করেছে।
সোমবার বিকাল ৫টায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে তাল ও বহেরা জাতের চারা রোপণের মধ্য দিয়ে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (পিপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, বন ও পরিবেশ উপকমিটির সদস্য মিজানুর রহমান রুবেল, গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রাজ্জাক হোসাইন রাজ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় দুটি তাল ও হরীতকীগাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। তাই আসুন পরিবেশ বিপর্যয় রোধ করে আগামী প্রজন্মকে একটি ন্যূনতম বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে বেশি বেশি গাছ লাগাই।
সূত্র: যুগান্তর