ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা চার ম্যাচ উপেক্ষিত থাকলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে কলকাতা একাদশে দুটি পরিবর্তন এলেও ভাগ্য বদলায়টি সাকিবের।
আগের তিন ম্যাচে বিদেশী কোটায় খেলেছেন চারজন। তারা হলেন- মরগান, রাসেল, নারিনে ও লকি ফার্গুসন। টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে যায় দলটি। তৃতীয় ম্যাচে চোটে পড়েন আন্দ্রে রাসেল। তখনই ভাবা হচ্ছিল সামনের ম্যাচে রাসেল যেহেতু খেলবেন না, তাতে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি।
কিন্তু হয়নি সেই মোতাবেক। একাদশে দুটি পরিবর্তন এলেও নাম নেই সাকিবের। রাসেল আজ খেলছেন না। তার পরিবর্তে একাদশে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। কলকাতার হয়ে অভিষেক হচ্ছে তার। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিয়ে নেয়া হয়েছে পেসার সন্দীপ ওয়ারিয়ারকে।
সংযুক্ত আরব আমিরাতে টানা দুই ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচ হেরে গেছে কেকেআর। পয়েন্ট টেবিলের যা অবস্থা, এখন প্লে-অফের দৌড়ে থাকতে হলে চারটি ম্যাচই জিততে হবে তাদের।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
সুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগান, দিনেশ কার্তিক, টিম সাউদি, লকি ফার্গুসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার।
সূত্র: নয়াদিগন্ত