প্রশাসনিক আটকাদেশের অধীনে ইসরাইলি কারাগারে বন্দি থাকা সাত ফিলিস্তিনি বিনা বিচারে তাদের আটক রাখার প্রতিবাদে অনশন
করেছেন। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনি এনজিও সংস্থা প্যালেস্টিনিয়ান প্রিজনারস সোসাইটি এই তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, অনশনরত বন্দিদের মধ্যে দুই জন অসুস্থ হয়ে পড়ায় ইতোমধ্যেই তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘দখলদার শক্তি (ইসরাইল) অব্যাহতভাবে তাদের (বন্দিদের) প্রশাসনিক আটকাদেশ প্রত্যাহার এবং তাদের দাবিতে সাড়া দিতে অস্বীকার করে আসছে। যা ভুক্তভোগী বন্দিদের স্বাস্থ্য কঠিন ও বিপজ্জনক পর্যায়ে নিয়েছে।’
ইসরাইলের প্রশাসনিক আটকাদেশ নীতি অনুসারে অভিযোগ ও বিচার ছাড়াই ইসরাইলি কর্তৃপক্ষ একজন বন্দিকে নির্দিষ্ট মেয়াদে আটকে রাখতে পারে।
বর্তমানে ইসরাইলের কারাগারগুলোতে চার হাজার আট শ’ ৫০ জন বন্দি রয়েছেন। যার মধ্যে ৫২০ জন প্রশাসনিক আটকাদেশের অধীনে কারাগারে রয়েছেন।
সূত্র: নয়াদিগন্ত