চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্লাব চেলসিকে হারিয়েছে জুভেন্টাস। প্রথমার্ধে গোল শূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের মাত্র দশ সেকেন্ডে গোল করে ইতালির দলটি। ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেই গোল আর শোধ করতে পারেনি টমাস টুখেলের শিষ্যরা। শিরোপাধারীদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
বুধবার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস। স্বাগতিকদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।
ইউরোপ সেরার মঞ্চে দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গেল ইতালিয়ান দলটি। পাঁচ ম্যাচে এ নিয়ে দুটিতে জয় পেয়েছে জুভারা। বিপরীতে চেলসির জয় একটি ও বাকি দুটি ড্র।
প্রিমিয়ার লিগে গত শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে এবার চ্যাম্পিয়ন্স লিগেও তেতো স্বাদ পেল চেলসি। ম্যাচে প্রায় ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে চেলসি গোলের জন্য শট নেয় মোট ১৬টি, কিন্তু লক্ষ্যে ছিল কেবল একটি, সেটিও ম্যাচের শুরুতেই! আর ইউভেন্তুসের ছয় শটের একটি লক্ষ্যে ছিল, সেটিতেই মেলে সাফল্য।
সূত্র: মানবজমিন