আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আসন্ন নির্বাচনের জন্য তিন ক্যাটাগরিতে মনোনয়নপত্র তুলেছিলেন ৩২ জন। তবে তাদের মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। যার কারণে এখন নির্বাচনে লড়াই করবেন ৩১ জন। যদিও এর মধ্যে সাতজন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। একজন মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন আসন্ন এই নির্বাচনের রিটার্নিং অফিসার আলি রেজা।
মনোনয়ন জমা দেওয়ার পরও নাম প্রত্যাহারের সুযোগ ছিল। আজ বেলা ১২টা পর্যন্ত শেষ সময় নির্ধারণ করে দিয়েছিল নির্বাচন কমিশন। যেখানে কেবল একজন মাত্র প্রার্থী নাম সরিয়ে নেন। তিনি আম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শওকত আজিজ রাসেল।
প্রত্যাহারের বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুরে রিটার্নিং অফিসার আলি রেজা বলেন, ‘৩২ জন থেকে একজন, এখন ৩১ এ দাঁড়িয়েছে প্রার্থী। যিনি প্রত্যাহার করেছেন তিনি ক্যাটাগরি-২ থেকে। এখন যেটা দাঁড়ালো ক্যাটাগরি-১ থেকে ১২ জন, ক্যাটাগরি-২ থেকে ১৬ জন ও ক্যাটাগরি-৩ থেকে ২ জন, মোট ৩১ জন।’
প্রত্যাহারের সময় শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা :
ক্যাটাগরি-১
এখানে (আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি) ১০টি পরিচালক পদ সংখ্যা। যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না সিলেট (১), চট্টগ্রাম (২), খুলনা (২), বরিশাল (১) ও রংপুর (১) বিভাগে।
ঢাকা বিভাগে দুই পদের জন্য লড়বেন চারজন। তাদের মধ্যে আছেন, তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ), এ.এম নাইমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ), সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ) ও মোহাম্মদ খালিদ হোসেন (মাদারীপুর)।
রাজশাহী বিভাগের একটি পদের জন্য লড়বেন দুজন। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও সাইফুল আলম স্বপন চৌধুরী (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)।
ক্যাটাগরি-২
এখানে (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) ১২টি পদে নির্বাচন করছেন ১৭ জন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এমপি (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড), মাহবুব উল আনাম ও মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভুইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)।
এ ছাড়া আছেন, ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমী) ও মনজুর আল্পম মনজু (আসিফ শিফা ক্রিকেট একাডেমী)।
সূত্র: আমাদের সময়.কম